সেলুনের মতো ম্যানিকিওর করুন এবার বাড়িতেই
বাইরের ধূলো ময়লা দীর্ঘদিন ধরে হাতে জমতে থাকলে স্কিনের রং পরিবর্তন হয়ে যায়। তাছাড়া নখের নেলপলিস বা মেহেন্দি লেগে থাকলে হাত দেখতে খুবই বাজে লাগে। তাই তা ঘনঘন পরিস্কার করাও জরুরি। টাকা খরচ করে পার্লার গিয়ে ম্যানিকিওর করা সবসময় সম্ভব নয়। তাই স্টেপ বাই স্টেপ বাড়িতেই কিভাবে ম্যানিকিওর করবেন চলুন জেনে নিন।
নখ পরিস্কার করুন
প্রথমেই নখে লেগে থাকা নেলপলিস নেল রিমুভার দিয়ে সার্কুলার ভাবে পরিস্কার করে নিতে হবে।

নখ কেটে নিন
আপনার পছন্দ মতো যেকোনো শেপে নখ কেটে নিন। কারণ নখ অতিরিক্ত বেড়ে গেলে তা দেখতে সুন্দর লাগে অবশ্যই কিন্তু সেই সাথে খেয়াল রাখতে হবে যাতে নখ পরিস্কার থাকে। তবেই কিন্তু আপনার হাত দেখতে সুন্দর লাগবে। এছাড়া নেল ফাইল দিয়ে নখের সামনের দিক ঘষে ঘষে তা স্মুথ করে নিন।

হাত পরিস্কার করুন
উপকরণ
- উষ্ণ জল – ১ বাটি
- মাইল্ড শ্যাম্পু – ১ চামচ
- বেকিং সোডা – ১ চামচ
- ডেটল – ১ চামচ

পদ্ধতি
উষ্ণ জলের সাথে হাইড্রোজেন বেকিং সোডা, শ্যাম্পু, ও ডেটল মিশিয়ে নিয়ে তার মধ্যে ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত হাত ডুবিয়ে রাখুন। এবার যেকোনো টুথপেস্ট নিয়ে নখে লাগিয়ে নিন। ২ মিনিট পর যেকোনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে নখ পরিস্কার করে নিন। এর ফলে চামড়ায় লেগে থাকা ময়লা সব নিমেষে পরিস্কার হয়ে যায়।
স্ক্রাব করুন
উপকরণ
- চালের গুঁড়ো – ২ চামচ
- কোকো পাওডার – ১/২ চামচ
- দুধ – ১ চামচ
- লেবুর রস – ১ চামচ

পদ্ধতি
চালের গুঁড়োর সাথে কোকো পাওডার , দুধ, ও লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে তা গোটা হাতে ভালো করে লাগিয়ে নিন। এবার ভালো করে ঘষতে থাকুন। এতে স্কিনের পুরোনো নির্জিব কোষগুলি উঠে যায়। যার ফলে আপনার হাতের উজ্জ্বলতা ফিরে আসে। ৫ থেকে ৭ মিনিট পর হাত ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চটজলদি হাত উজ্জ্বল হয়ে ওঠে।
হ্যান্ড প্যাক
উপকরণ
- গোলাপ পাতা – ১ কাপ
- জল – ৩ চামচ
- দই – ১ চামচ
- বেসন – ১ চামচ

পদ্ধতি
একটি বাটিতে গোলাপের পাতা ও জল নিয়ে তা মিস্কিতে পেস্ট করে নিন। এবার দই, বেসনকে এর সাথে ভালো করে মিশিয়ে নিন। একটি স্মুথ পেস্ট তৈরী হয়ে গেলে তা গোটা হাতে লাগিয়ে নিন। এবার ২ থেকে ৩ মিনিট মতো ঘষে নিয়ে তা ১০ মিনিটের জন্য এই ভাবেই রেখে দিন। এবার ঠান্ডা জলে হাত ধুয়ে ফেলুন। এর ফলে হাত থাকে নরম ও উজ্জ্বল। চটজলদি নিজে হাতেই দেখতে পাবেন রেজাল্ট।
নেলপলিস ব্যাবহার করুন সঠিকভাবে
নখে নেলপলিস ব্যাবহার করার আগে কোনো বেস কালার ব্যাবহার করুন। এর ফলে আপনার নেলপলিস অনেক দিন পর্যন্ত নখে থাকতে পারে। বেস কালার শুকিয়ে গেলে আপনার প্রিয় যেকোনো রং নখে ব্যাবহার করতে পারেন।

ম্যানিকিওর করা খুবই প্রয়োজনীয় বিশেষত এই সময়ে। কারণ হাত জীবাণুমুক্ত রাখা খুবই প্রয়োজন । তাছাড়াও হাতে ট্যান পড়ে গেলে হাতের নিজস্ব উজ্জ্বলতা হারিয়ে যায় ফলত, হাত দেখতে খুবই বাজে লাগে। সপ্তাহে এক দিন অবশ্যই করুন ম্যানিকিওর এই পদ্ধতিতে। ভালো থাকুন, সুন্দর থাকুন।