এই লকডাউনে অনেককেই তো দেখছেন ফেসবুক পোস্ট বা স্টোরিতে ফুচকার ছবি দিতে। সেসব দেখে ঘরে বসে জিভে জল এসেও লাভ নেই, কারণ আপাতত পাড়ার মোড়ের ফুচকা কাকুকে তো আর পাবনে না। উপায় একটাই, নিজেই ঘরে বানিয়ে নেওয়া।
আপনার পছন্দের জিভে জল আনা স্বর্গীয় স্বাদের ফুচকা বানাবেন কিকরে তাই ভাবছেন? চলুন দেখে নেই কিভাবে তা বানানো যায় । নিচে এর বিবরণ দেওয়া হল। একে আমরা ফুচকা বানানো ও ফুচকার আলু ও টক জল তৈরি করা – এই দুটো ভাগে ভাগ করে নেবো।