এই ‘ডালগোনা কফি’ রিতিমত এখন সোস্যাল মিডিয়াতে সেলিব্রিটি বলা চলে। তবে নাম ডালগোনা হলেও এই কফির সাথে কিন্তু ডালের কোন সম্বন্ধ নেই। গরমের দিনের সন্ধ্যায় একঘেয়ে চা কফির যায়গায় একদিন বানিয়েই ফেলুন ডালগোনা।এটি বানাতেও খুব বেশী জিনিসের দরকার হয় না।বাড়িতে রাখা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ডালগোনা। কিভাবে বানাবেন চলুন দেখে নেই।